গ্রাহকদের সাথে নিয়ে এনআরবি ব্যাংক পিএলসি.-এর বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন

এনআরবি ব্যাংক পিএলসি. বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন করেছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ব্যাংকের সকল পর্যায়ের গ্রাহকবৃন্দ এবং কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে ব্যাতিক্রমধর্মী এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানের শুরুতেই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব তারেক রিয়াজ খান ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে গ্রাহকদের স্বাগত জানান এবং সকলের সাথে মতবিনিময় করেন। অনুষ্ঠানটি গ্রাহক ও ব্যাংক কর্মকর্তাদের মিলন মেলায় পরিনত হয়। পরবর্তিতে গ্রাহকদের বাউল সঙ্গীত ও দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার পরিবেশন করা হয়।